১. আর্থিক সেবা প্রাপ্তিতে ঝুঁকি ব্যাবস্থাপনা
- একমাত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করা।
- একাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা।
- একাউন্ট সংক্রান্ত সকল তথ্য (নম্বর, কার্ডনম্বর, ভেরিফিকেশন কোড, ওটিপি ইত্যাদি) সুরক্ষিত রাখা।
- মোবাইল/ইমেইল/ বসবাসের ঠিকানা পরিবর্তন হলে ব্যাংক শাখায় জানানো এবং একাউন্ট এর তথ্য হালনাগাদ করা।
- কার্ড, এমএফএস এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে পিন/ওটিপি/ভেরিফিকেশন কোড অন্য কোনো ব্যাক্তিকে প্রদান না করা।
- এটিএমওপিওএস (POS) চ্যানেলে লেনদেন সতর্কতা অবলম্বন করা এবং এ সংক্রান্ত ব্যাংকের নির্দেশনা মেনে চলা।
- সুপ্রতিষ্ঠিত ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন লেনদেন করা।
- অনাকাঙ্খিত/অপরিচিত কোনো এসএমএস/ইমেইল লিঙ্ক এ প্রবেশ না করা।
- সন্দেহজনক বা অযাচিত কোনো ব্যাক্তির ফোনকলের বিপরীতে ব্যাক্তিগত কোনো তথ্য প্রদান না করা।
- কার্ড/মোবাইল/ চেকবই ইত্যাদি কোনোভাবে হারিয়ে গেলে অতিসত্বর গ্রাহক সেবা কেন্দ্র বা সংশ্লিষ্ট শাখায় জানানো এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা (জিডিইত্যাদি) গ্রহণ করা।
২. স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ
এবি ব্যাংকের স্মার্ট কার্ড এরমাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ:
এবি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় দেশব্যাপী প্রান্তিক কৃষকদের মাঝে এবি স্মার্ট কার্ড (ডেবিট কার্ড) এর মাধ্যমে স্বল্প সুদে, সহজ শর্তে ও জামানাত বিহীন কৃষি ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে । যেখানে ১০ টাকা ব্যাংক হিসাবধারি প্রান্তিক কৃষকের হিসাবে বিতরণকৃত ঋণের অর্থ এবি ব্যাংকের স্মার্ট কার্ডের মাধ্যমে একজন কৃষক যে কোন ব্যাংকের এটিএম বুথ / চঙঝএতুলতে / খরচকরতপোরবে ।
এবি স্মার্ট কার্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিম এর আওতায় কারা ঋণ পাবার যোগ্য?
ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে-:
- কৃষিকাজে সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষকগন
- ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও বর্গাচাষী
এবি স্মার্ট কার্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিম এর আওতায় প্রদত্ত ঋণ/আগামের সুদ/মুনাফার হার/ফি/চার্জ/খরচ কত?
কৃষক পর্যায়ে সুদ/মুনাফার হার হবে সর্বোচ্চ ৪% (সরল হারে), অন্য কোন চার্জ বা ফি প্রদান করা লাগবে না।
এবি স্মার্ট কার্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিম এর আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ/আগামের পরিমাণ কত?
কৃষক/গ্রাহকগনের সর্বোচ্চ পরিমান সংশ্লিষ্ট ব্যাংকএর কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই এর ভিত্তিতে নির্ধারণ করা হবে।
- ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের অনুকূলে শস্য ও ফসল (ধান, শাক সবজি, ফল ও ফুল) চাষের জন্য সর্ব্বোচ্চ ৫ একর জমিতে জামানত বিহীন সর্ব্বোচ্চ ২লক্ষ টাকা পর্যন্ত।
- শস্য ও ফসল ব্যাতিত অন্যান্য খাতের ঋণ সমূহের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে নূন্যতম জামানত ও সহায়ক জামানত গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
এবি স্মার্ট কার্ড এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৫০০০ (পাঁচ হাজার) কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম এর আওতায় ঋণ/আগাম গ্রহণ করতে কী কী কাগজের প্রয়োজন হয়?
- ঋণের আবেদনপত্র
- আবেদনকারীর ও গ্যারান্টরের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- কৃষি উপকরন সহায়তা কার্ড অথবা কৃষি অফিস কর্তৃক প্রত্যায়নপত্র
- দুই বা ততোধিক ব্যাক্তির ব্যক্তিগত গ্যারান্টি
- কৃষক ও গ্যারান্টরের ছবি
- অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে)
কোথায় গেলে এ ধরণের ঋণ সুবিধা গ্রহণ করা যাবে?
এবি ব্যাংকের সকল শাখা / উপশাখা এবং এজেন্ট আউটলেটে