সিনিয়র ম্যানেজমেন্ট টীম

reazul-islam রিয়াজুল ইসলাম

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক

জনাব রিয়াজুল ইসলাম আগস্ট ১৫, ২০২৪ তারিখে এবি ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেন। দক্ষ নেতৃত্বের গুণাবলীসম্পন্ন জনাব ইসলামের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, ব্যাংকিং ও পেশাদার পরিষেবা প্রদানে দীর্ঘ ২৯ বছরেরও বেশি সময় অভিজ্ঞতা রয়েছে।

জনাব ইসলাম ভিপি ও হেড অব আইটি হিসেবে ২০০৬ সালের জানুয়ারিতে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে তিনি পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ ব্যাংকের ডিএমডি হিসেবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন। এরপর বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি স্বতন্ত্র আইটি পরামর্শক হিসেবে কাজ করেন।

জনাব ইসলাম সাউদার্ন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৭ সালে বিএসসি সম্পন্ন করেন এবং আমেরিকান গ্রাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট (থান্ডারবার্ড), অ্যারিজোনা হতে ১৯৯৯ সালে ব্যবসায় সার্টিফিকেশন অর্জন করেন।