আল-ওয়াদিয়াহ

আবেদন করুন

আল- ওয়াদিয়াহ

ব্যবহার ও বিনিয়োগের স্পষ্ট অনুমতিসহ আমানতকারীদের দ্বারা ব্যাংকে অর্থ জমা করাকে আল-ওয়াদীয়াহ্ বলা হয়। ইসলামী ব্যাংকসমূহ এই আল-ওয়াদীয়াহ্ নীতির ভিত্তিতে চলতি হিসাব (কারেন্ট একাউন্ট)-এ আমানত গ্রহণ করে থাকে। আল-ওয়াদীয়াহ্ আমানতকারীগণের নিকট হতে ইসলামী ব্যাংকসমূহ তাদের নিজস্ব দায়িত্বে এ তহ্বিল ব্যবহার করার অনুমতি গ্রহণ করে। আমানতকারীগণ এ তহবিল ব্যবহারের দ্বারা অর্জিত লাভ-লোকসানে ভাগীদার হয় না। আল-ওয়াদীয়াহ্ নীতি অনুযায়ী ব্যাংকে জমাকৃত অর্থ জমাকারীগণ চাহিবামাত্র ফেরত দিতে হয়।

মূল বৈশিষ্ট্য :

  • ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই এই হিসাব খুলতে পারে।
  • হিসাব খোলার জন্য ন্যূনতম জমার পরিমাণ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা। হিসাব সচল রাখার জন্যও ন্যূনতম ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা স্থিতির (ব্যালান্স ) প্রয়োজন হয়।
  • লাভ-ক্ষতির কোন হিসাব করা হয় না।
  • আমানতকারীগণ জমাকৃত অর্থ থেকে চাহিদা অনুযায়ী যে কোন পরিমাণ অর্থ তোলার অধিকার ভোগ করেন।
  • আমানতকারীদের সরকারী শুল্ক ও অন্যান্য চার্জ (যদি থাকে) প্রদান করতে হয়।

গ্রাহকের বিশেষ সুযোগ-সুবিধা :

  • চেক বইয়ের সুবিধা।
  • পে-অর্ডার, টিটি, ডিডি করার সুবিধা।
  • ইসলামী ব্যাংকিং শাখা থেকে ব্যাংকের অন্য যে কোন শাখায় তহবিল স্থানান্তরের সুবিধা।
  • বিনামূল্যে অর্ধ-বাৎসরিক ও বাৎসরিক হিসাব বিবরণী এবং ব্যালান্স নিশ্চিতকরণ সার্টিফিকেট।
  • লকার সেবা সুবিধা।

আপনার সাথে যোগাযোগের জন্য নিন্মের তথ্যাদি প্রদান করুন






    captcha