এবি ব্যাংক ও ম্যাডর‌্যাবিটস হেলথকেয়ার এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. এবং ম্যাডর‌্যাবিটস হেলথকেয়ার- এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংক কার্ডহোল্ডারগণ ম্যাডর‌্যাবিটস হেলথকেয়ার থেকে হেলথকেয়ার সার্ভিসের উপর ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

এবি ব্যাংকের ইভিপি, হেড অব ব্রাঞ্চেস এন্ড ডিস্ট্রিবিউশন জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং ম্যাডর‌্যাবিটস হেলথকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব অমল আর দেশমুখ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।