মুদারাবাহ্ সঞ্চয়ী জমা (এম এস ডি) হিসাব
মুদারাবাহ্ সঞ্চয়ী জমা হিসাব (এম এস ডি এ/সি) মুদারাবাহ্ নীতি অনুযায়ী পরিচালিত হয়। এটা ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি অংশীদারিত্বের চুক্তি। এখানে গ্রাহক তহবিল প্রদান করে এবং ব্যাংক শরীয়াহ্ নীতিমালা মেনে ব্যবসা করে। অর্জিত মুনাফা গ্রাহক ও ব্যাংকের মধ্যে পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী বণ্টন করা হয়। কোন লোকসান হলে তা গ্রাহকের হিসাবে চলে যায়।
মূল বৈশিষ্ট্যসমূহ :
- ব্যক্তির জন্য এই হিসাব অধিকতর উপযোগী।
- হিসাব খোলার জন্য ন্যূনতম জমার পরিমাণ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা। হিসাব সচল রাখার জন্যও ন্যূনতম ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা স্থিতির (ব্যালান্স) প্রয়োজন হয়
- অর্ধবার্ষিক ভিত্তিতে সাময়িক মুনাফা প্রদান করা হয়। ব্যাংক / শাখার বাৎসরিক হিসাব চুড়ান্ত হওয়ার পর চুড়ান্ত মুনাফা একাউন্টে প্রদান করা হয়।
- আমানতকারী নোটিশ ছাড়াই মাসে চার বার অর্থ উত্তোলনের অধিকার ভোগ করবেন।
গ্রাহকের বিশেষ সুযোগ-সুবিধা :
- চেক বইয়ের সুবিধা।
- পে-অর্ডার, টিটি, ডিডি সুবিধা।
- ইসলামী ব্যাংকিং শাখা থেকে ব্যাংকের অন্য যে কোন শাখায় তহ্বিল স্থানান্তরের সুবিধা।
- বিনামূল্যে অর্ধ-বাৎসরিক ও বাৎসরিক হিসাব বিবরণী এবং ব্যালান্স নিশ্চিতকরণ সার্টিফিকেট।
- লকার সেবা সুবিধা।