কোর ম্যানেজমেন্ট কমিটি

তারিক আফজাল

Tarique Afzalতারিক আফজাল

প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর

জনাব তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – কর্পোরেট অ্যাফেয়ার্স, আইনী ও নিয়ন্ত্রক বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ৮ই জুলাই ২০১৯ তারিখে তিনি প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর পদে মনোনীত হন।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সোনালী পোলারিস ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিমিটেডের (সোনালী ব্যাংক ও পোলারিস, ভারতের যৌথ উদ্যোগ) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

জনাব তারিক আফজাল নিজস্ব অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বলে বৈদেশিক কর্মক্ষেত্রেও সফল ছিলেন। ১৯৮০ এর দশকের শেষদিকে লন্ডনে, কানাডার ক্রেডিট ইউনিয়নে এবং পরবর্তীতে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি ব্যাংক আলফালাহ ও ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন এবং ডান এন্ড ব্র্যাডস্ট্রীট রেটিং এজেন্সি, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তাঁর প্রধান যোগ্যতার মধ্যে রয়েছে নতুন ব্যবসা প্রেক্ষাপট তৈরি, পরিচালন কার্যকারিতার উৎকর্ষ সাধন, কর্মীদক্ষতা উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমূহের সাথে সম্পর্ক জোরদার করা।

এ.কে.এম কামাল উদ্দিন

Mahadev Sarker Sumonএ.কে.এম কামাল উদ্দিন, এসইভিপি

স্যাম এবং রিকভারী প্রধান

জনাব এ.কে.এম কামাল উদ্দিন ২১ শে জুন, ২০২১ইং সালে এসইভিপি হিসেবে এবি ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন এবং যোগদানের তারিখ থেকে স্যাম এবং রিকভারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনাব কামাল উদ্দিন ১৯৮৯ সালে জনতা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকে শাখা প্রধান সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনাব কামাল উদ্দিন ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এনআরবি ব্যাংকের কর্পোরেট প্রধান হিসেবে কর্পোরেট এ্যাসেট, কর্পোরেট লায়বিলিটি, ইনভেস্টমেন্ট বিভাগ ও বৈদেশিক বানিজ্য বিভাগের দায়িত্ব পালন করেন। জনাব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে ভারত, ইন্দোনিশায়, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যাংকিং প্রশিক্ষণ গ্রহন করেন।

জেড এম বাবর খান

এম. এন. আজিমজেড এম বাবর খান, এসইভিপি

হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট

জনাব জেড এম বাবর খান ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এবি ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব নেয়ার পূর্বে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তিনি তাঁর কর্মজীবনের ৩০ বছর অতিবাহিত করেন।

জনাব খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ (ব্যবস্থাপনা) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যাংকিং পেশাজীবনকে আরও সমৃদ্ধ করতে তিনি জার্মানি, জাপান, হংকং, সিঙ্গাপুর, মালয়শিয়া এবং ভারতসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষন, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এছাড়া, রিলেশনশিপ ব্যাংকিং, ক্রেডিট এবং অন্যান্য কোর ব্যাংকিং ক্ষেত্রেগুলোতে তিনি বিস্তর জ্ঞানের অধিকারী।

গোলাম মাহমুদ রিজভী

ইফতেখার এনাম আওয়ালগোলাম মাহমুদ রিজভী, এসইভিপি

হেড অব বিজনেস-২

জনাব গোলাম মাহমুদ রিজভী ৩ই নভেম্বর, ১৯৮৭ সালে এবি ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন। একজন দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংকের অপারেশন, ক্রেডিটসহ ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ।

এবি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তিনি সিলেট অঞ্চল ও চট্টগ্রামের আগ্রাবাদের বিভিন্ন শাখায় ১৯ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার হিসেবে সিলেট অঞ্চলে ১১ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন। এছাড়া তিনি হেড অব জেনারেল সার্ভিস, সিকিরিউটি এন্ড প্রকিউরমেন্ট ডিভিশনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দীর্ঘ পেশাগত জীবনে জনাব রিজভী দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষন, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেন।
এবি ব্যাংকে যোগদানের পূর্বে জনাব রিজভী জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে ইউনাইটেড লাইনার্স এজেন্সিজ লিমিটেড নামক একটি স্ক্যান্ডেনেভিয়া ভিত্তিক শিপিং কোম্পানিতে ১৯৮৭ সালের অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন।

জনাব রিজভী ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এম.কম ও বি.কম সম্পন্ন করেন।