বৈদেশিক অধিষ্ঠান

amanabank

আমানাহ ব্যাংক পিএলসি শ্রীলঙ্কায় একটি লাইসেন্সকৃত বাণিজ্যিক ব্যাংক যেটি শ্রীলঙ্কার ব্যাংকিং আইনের ১৯৮৮ সালের ৩০ ধারার অধীনে প্রতিষ্ঠিত।
এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ফেব্রুয়ারি ০৫, ২০০৯ এ অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যাংক এ আগস্ট ০১,২০১১ তারিখে বাণিজ্যিক কর্মসূচি আরম্ভ হয়। এবি ব্যাংক লিমিটেড ১৫% শেয়ার নিয়ে অমানা ব্যাংক গঠনে অংশগ্রহণ করে। এই ব্যাংকের প্রধান কার্যক্রম হচ্ছে শরিয়া অনুবর্তী ব্যাংকিং কার্যক্রম প্রদান ,যেমন-গ্রাহকের আমানত গ্রহণ, ব্যক্তিগত ব্যাংকিং,অর্থায়ন, বাড়ি এবং সম্পত্তি অর্থায়ন, স্বর্ণের বিনিময়ে অগ্রিম, আবাসিক এবং অনাবাসিক বৈদেশিক মুদ্রা অপারেশন, বানিজ্যিক অর্থায়ন, আমদানি ও রপ্তানিতে অর্থায়ন, সরঞ্জাম ও যন্ত্রপাতি অর্থায়ন, মূলধন অর্থায়ন এবং প্রকল্পের অর্থায়ন । আমানা ব্যাংকের পরিচালক পর্ষদে, এবি ব্যাংকের অংশীদারিত্ব থাকায় এটি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় |.