পরিচালনা পর্ষদ

Board Of Directors

চেয়ারম্যান: ব্যারিষ্টার খায়রুল আলম চৌধুরী
khairul-alam-choudhury

ব্যারিষ্টার খায়রুল আলম চৌধুরী

চেয়ারম্যান

ব্যারিষ্টার খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংক পিএলসি. -এর সম্মানিত চেয়ারম্যান । তিনি ২০০১ সালে ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন , ইউকে থেকে স্নাতক ডিগ্রি র্অজন করেন । পরবর্তীতে, জনাব চৌধুরী ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি, ইউকে থেকে স্নাতকোত্তর এবং তিনি ২০০২ সালে লন্ডনের লিঙ্কনস্ ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।

জনাব চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

ভাইস চেয়ারম্যান: ফিরোজ আহমেদ
feroz-ahmed

ফিরোজ আহমেদ

ভাইস চেয়ারম্যান

জনাব ফিরোজ আহমেদ এবি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক এবং বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কর্মকাণ্ড ছাড়াও জনাব ফিরোজ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া ও জনসেবামূলক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এড-হক নির্বাহী কমিটির সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের একজন সদস্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীবন সদস্য।

পরিচালক: সাজির আহমেদ

Shajir Ahmed
সাজির আহমেদ

পরিচালক

জনাব সাজির আহমেদ, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া, সিঙ্গাপুর থেকে ইন্টারন্যাশনাল ব্যাচালরেট (আইবি) বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে লন্ডন ইউনিভার্সিটির অধীনস্থ কিং কলেজ লন্ডন থেকে “ব্যবসা ব্যবস্থাপনায়” স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০০৯ সালে, হাবিব ব্যাংক এজি জুরিখ, দুবাইয়ে সেন্ট্রাল একাউন্টস অফিসার হিসেবে প্রথম চাকরি শুরু করেন। ২০১০ সালে বাংলাদেশে ফিরে জনাব আহমেদ তাদের পারিবারিক ব্যবসা বিভিন্ন প্রকারের পেইন্টসের অগ্রণী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করেন।

বর্তমানে, জনাব আহমেদ সুপার সিলিকা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সুপার টেল লিমিটেড, সুপার ফিশ (প্রাঃ) লিমিটেড, এলিট সুপার প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড, সুপার শেয়ারস এবং সিকিউরিটিজ লিমিটেড, এলিট ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রোস্ট ফুডস ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড ও অরোরা ডেকোর লিমিটেড এর পরিচালক। জনাব আহমেদ ২০০৬ সালের জুন মাস থেকে বেসরকারি খাতের প্রথম প্রাকৃতিক গ্যাস কনডেনসেট রিফাইনারী “সুপার রিফাইনারী (প্রাঃ) লিমিটেডের” ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদও অলংকৃত করে রয়েছেন।

স্বতন্ত্র পরিচালক: শফিকুল আলম
mr-shafiqul-alam

শফিকুল আলম

স্বতন্ত্র পরিচালক

জনাব শফিকুল আলম গত ৭ সেপ্টেম্বর, ২০২০ সালে এবি ব্যাংক লিমিটেড এর স্বতন্ত্র পরিচালক পদে যোগদান করেছেন। জনাব শফিকুল আলম,স্বনামধন্য ব্যাংকার হিসেবে বিগত ৪০ বছর ধরে দেশী- বিদেশীবিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

জনাব শফিকুলআলম ১৯৮০ সালে এএনজেড গ্রিনডলেজ ব্যাংক (বাংলাদেশ)-এ তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন এবং সর্বশেষে যমুনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও পদে থেকে তিনি অবসর গ্রহণ করেন (২০১৩-২০১৯)।

স্বতন্ত্র পরিচালক: মোঃ এস্কান্দার মিয়া
md-iskander-miah

মোঃ এস্কান্দার মিয়া

স্বতন্ত্র পরিচালক

জনাব মোঃ এস্কান্দার মিয়া এবি ব্যাংক লিমিটেড-এ স্বতন্ত্র পরিচালক হিসেবে ২৩শে অক্টোবর, ২০২২ তারিখে যোগদান করেন। ব্যাংকিং পেশায় জনাব মিয়ার রয়েছে ৩৩ বছরের অভিজ্ঞতা। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকের র গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অবসর গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট , ফরেন এক্সচেঞ্জ পলিসি, এগ্রিকালচারাল অডিট এন্ড পলিসি, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন, প্রফেশনাল প্রেজেন্টেশন, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট এন্ড পেমেন্ট সিস্টেম ইত্যাদি ক্ষেত্রগুলোতে কাজ করেন।

ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (এক্টিং): সৈয়দ মিজানুর রহমান

mizanur-rahmanসৈয়দ মিজানুর রহমান

ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (এক্টিং)

জনাব সৈয়দ মিজানুর রহমান আগস্ট ১৩, ২০২৪ তারিখে এবি ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পান।
জনাব রহমান ২০১১ সালের মার্চে এবি ব্যাংকে যোগদান করেন। এএমডি হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে ২০২২ সালের জুন মাস থেকে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ২৭ বছরের বেশি সময় ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমানের নেতৃত্বে এবি ব্যাংকে রিটেইল ব্যাংকিং ডিভিশন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, বিজনেস ডেভলপমেন্ট ইউনিটসহ শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রতিষ্ঠিত হয়েছে।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।

সময়ের পরিক্রমায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।