এবি ইনভেস্টমেন্ট লিমিটেড

এবি ইনভেস্টমেন্ট

এবি ইনভেস্টমেন্ট লিমিটেড(এবিআইএল), মার্চেন্ট ব্যাংকিং ব্যবসার জন্য শেয়ার দ্বারা সীমিত একটি কোম্পানী হিসেবে ২৪ ডিসেম্বর, ২০০৯ সালে ঢাকায় নিবন্ধিত হয় এবং মার্চ ১০, ২০১০ সালে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এবিআইএল, এবি ব্যাংক পিএলসি. এর একটি অধীনস্থ প্রতিষ্ঠান, এটি দেশের বিদ্যমান আইন অনুযায়ী সব ধরনের মার্চেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে।

এবি ব্যাংক পিএলসি. ব্যাংকিং শিল্পে একটি অগ্রণী নাম, যেটি ২০০৩ সালে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। জন্মলগ্ন থেকেই, এবি ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং উইং বিভিন্ন সেবা প্রদান করে আসছে, যেমন- ইস্যু ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং সেবার মাধ্যমে যথেষ্ট সুনাম অর্জন করেছে । পরবর্তীকালে ২০১০ সালে, এবি ব্যাংক লিমিটেড একটি অধীনস্থ প্রতিষ্ঠান যথা এবি ইনভেস্টমেন্ট লিমিটেড (এবিআইএল) গঠন করে এবং তার বিদ্যমান মার্চেন্ট ব্যাংকিং স্থানান্তরিত করে।

এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অফিস- ডব্লিউ ডব্লিউ টাওয়ার (৭ম তলা), ৬৮ মতিঝিল সি /এ, ঢাকা -১০০০ এ অবস্থিত যা ব্যক্তি, স্থানীয় প্রতিষ্ঠান এনআরবি এবং বিদেশী বিনিয়োগকারী গ্রাহকগণের সব চাহিদা মেটাতে সম্পূর্ণ রূপে সক্ষম। এবিআইএল চট্টগ্রামের আগ্রাবাদ এবং সিলেটের চৌহাট্টায় এর শাখা কার্যক্রম সম্প্রসারিত করেছে।

এবিআইএল সারাদেশে আরো কয়েকটি শহরে গ্রাহকদের দোরগোড়ায় শীঘ্রই পৌঁছানোর এবং বিদেশী গ্রাহকদের জন্য সেবা প্রসারিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা করেছে।

আজ, আমরা বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীগণের প্রয়োজন /চাহিদা মেটাতে যথোপযুক্ত বিনিয়োগ সমাধান প্রদান করে যাচ্ছি।

এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর সেবা সমূহ (এ বি আই এল)

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং লাইসেন্সধারী হিসেবে আমরা নিন্মোক্ত সেবা প্রদান করে থাকিঃ

আমরা পেশাদারী দক্ষতা এবং গ্রাহকগণের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি উচ্চ পর্যায়ের পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা প্রদান দ্বারা বিশেষ খ্যাতি এবং একটি নেতৃস্থানীয় মার্চেন্ট ব্যাংকার হিসেবে সুনাম অর্জন করেছি। একজন বিনিয়োগকারীর প্রয়োজন গুলো মাথায় রেখে, এবিআইএল ইনভেস্টরস ডিস্ক্রেসনারী একাউন্ট(আইডিএ), ম্যানেজমেন্ট ডিস্ক্রেসনারী একাউন্ট(এমডিএ) এবং অনিবাসী ইনভেস্টরস ডিস্ক্রেসনারী একাউন্ট(এনআরবি-আইডিএ) ডিজাইন করা হয়েছে।

ইনভেস্টরস ডিস্ক্রেসনারী একাউন্ট (আইডিএ) : এই লিভারেজকৃত একাউন্ট আমাদের মাধ্যমে হিসাবধারীর দ্বারা পরিচালিত হয়. বিনিয়োগকারী বিনিয়োগ এবং তার লাভ বা ক্ষতির ঝুঁকি বহন করে।
ম্যানেজমেন্ট ডিস্ক্রেসনারী একাউন্ট (এমডিএ) : এই একাউন্টে এবিআইএল ব্যবস্থাপনা কমিটি , হিসাবধারীর পক্ষে, তার একাউন্ট পরিচালনা করেন। বিনিয়োগকারী তার বিনিয়োগের লক্ষ্য সমর্পণ করে এবং এবিআইএল ম্যানেজমেন্ট বিনিয়োগকারীদের পক্ষে ঝুঁকির ভিত্তিতে একটি প্রোফাইল নকশা তৈরী করে থাকে।
অনাবাসী ইনভেস্টরস ডিস্ক্রেসনারী একাউন্ট (এনআরবি-আইডিএ) : এবিআইএল(ABIL) অনাবাসী বাংলাদেশী (এনআরবি) সকল বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত কোম্পানী এর মাধ্যমে এন আর এম এবং বিদেশী বিনিয়োগে আগ্রহী বিনিয়োগকারীদের পোর্টফোলিও সেবা প্রদান করে থাকে ।

একাউন্ট খোলা : দুজন বাংলাদেশী এবং একজন এনআরবি সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং মানসিক ভাবে সুস্থ হলে প্রত্যেকে একটি করে এই তিনটি একাউন্ট খুলতে পারে আইডিএ/ এমডিএ / এনআরবি-আইডিএ -তাদের একক নামে এবং তাদের যৌথ নামে অন্য আর একটি।

পোর্টফোলিও নির্মাণ : পোর্টফোলিও আইপিও, প্রাইভেট প্লেসমেন্ট এবং সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের মাধ্যমে নির্মিত হতে পারে।

অপারেটর নিয়োগে : হিসাবধারী তার / তার একাউন্টের অপারেটর হিসাবে এবিআইএল কোন হিসাবধারীকে নিয়োগ করতে পারবে।

আবেদন, শেয়ার স্থানান্তর এবং লভ্যাংশ সংগ্রহ : গ্রাহক এর পক্ষে এবিআইএল আয়োজন করে।

সিকিউরিটিজের নিরাপদ হেফাজত : সিকিউরিটিজ এবিআইএল ভল্টে রাখা হয়।

আইপিও এবং প্রাইভেট প্লেসমেন্ট : এবিআইএল গ্রাহকগণ, আসন্ন আইপিও এবং প্রাইভেট প্লেসমেন্ট সম্পর্কে ফ্যাক্সের মাধ্যমে, ই-মেইল ও চিঠির অনুরোধের ভিত্তিতে তথ্য পাবে।

হিসাব বিবরণী : এবিআইএল প্রতি ৬ মাসে একাউন্ট হোল্ডারের পোর্টফোলিও তথ্য পাঠায়। এছাড়া, একাউন্ট হোল্ডারদের তথ্য তাদের পোর্টফোলিও এর উপর অনুরোধের ভিত্তিতে যে কোনো সময় সংগ্রহ করতে পারবে। বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও এসএমএস এবং ফোন সার্ভিস মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময় সংগ্রহ করতে পারবে।

ফোন সেবা : গ্রাহকগণ সরাসরি ৯৫৬৯৭৩২ এক্সট -১০০/ ১০২ ফোন নাম্বার এর মাধ্যমে পোর্টফোলিও সংগ্রহ বা ট্রেডিং করতে পারে।

ই-মেল এর মাধ্যমে পোর্টফোলিও স্টেটমেন্ট : আমাদের গ্রাহকগণ দৈনিক ভিত্তিতে ই-মেইলের মাধ্যমে পোর্টফোলিও স্টেটমেন্ট পেতে পারেন, যেখানে এমডিএ গ্রাহকগণ প্রতি ছয় মাস ভিত্তিতে এটা পেয়ে থাকেন।

ফিস এবং চার্জ :

বিবরণ আইডিএ এমডিএ এনারবি/ আইডিএ
প্রাথমিক জমা ১০,০০,০০০ টাকা ১০,০০,০০০ টাকা ১০,০০,০০০ টাকা
ঋণ সুবিধা(ঐচ্ছিক) ১০ কোটি পর্যন্ত ১০ কোটি পর্যন্ত প্রযোজ্য নহে
ডকুমেন্টেশন চার্জ ১০০০ টাকা ১০০০ টাকা ১০০০ টাকা
সেটলমেন্ট ফি ০.৩৫% লেনদেন মূল্যের উপর ০.৩৫% লেনদেন মূল্যের উপর ০.৩৫% লেনদেন মূল্যের উপর
পোর্টফলিও ব্যবস্থাপনা ফি বার্ষিক ০.৭৫% পোর্টফলিও মূল্যের উপর, ত্রৈমাসিক কর্তন। বার্ষিক ২ % পোর্টফলিও মূল্যের উপর, ত্রৈমাসিক কর্তন। বার্ষিক ০% পোর্টফলিও মূল্যের উপর, ত্রৈমাসিক কর্তন।
সুদের হার বার্ষিক ১৪.৭৫% বার্ষিক ১৪.৭৫% প্রযোজ্য নহে

বিশেষ দঃ- এবিআইএল যে কোন সময় সুদের হার কিংবা ব্যবস্থাপনা ফি পরিবর্তনের অধিকার রাখে।.

Portfolio Account Opening Form

আমাদের টিম ইস্যু ব্যবস্থাপনা তহবিল (ইক্যুইটি এন্ড ঋণ), স্টক এক্সচেঞ্জে শেয়ার তালিকাভুক্ত করার জন্য কর্পোরেট উপদেশ সেবা প্রদান করে.। এবিআইএল এছাড়াও কোনো কোম্পানীর জন্য রাইট অফার জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে। এবিআইএল এর অভিজ্ঞ দল সব ধরনের পাবলিক ইস্যু পরিচালনা করতে পারেন, দক্ষতার সহিত প্রসপেক্টাস প্রস্তুতি সহ, বিএসইসি, আরজেএসসি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইস্যুকারী হিসেবে কার্যাদি পরিচালনা করা এবং মূলধন সংগ্রহের জন্য অন্যান্য পন্থায় সুযোগ বের করা।

প্রাইভেট প্লেসমেন্ট
এবিআইএল পোর্টফোলিও বিনিয়োগকারীদের মাধ্যমে খুব সহজেই প্রাইভেট প্লেসমেন্ট এবং আইপিও এর মাধ্যমে তহবিল গঠনের জন্য সুবিধা প্রদানের সুযোগ রয়েছে। প্রাইভেট প্লেসমেন্ট এর ব্যবস্থা করার জন্য এই দল বাংলাদেশী এবং আন্তর্জাতিক গ্রাহকগণের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখে।

এবিআইএল এছাড়াও সরকারী ও বেসরকারী লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কর্পোরেট এডভাইসরি সার্ভিস সহ নিম্মোক্ত সুবিধা গুলি দিয়ে থাকে, কিন্তু শুধুমাত্র এর ভেতরেই সীমাবদ্ধ নয়.

  • প্রকল্প মূল্য নির্ধারণ এবং মূল্যায়ন।
  • যৌথ ও অধিগ্রহণ উপদেষ্টা।
  • অর্থনৈতিক পুনর্গঠন।
  • ম্যানেজমেন্ট এবং লিভারেজ সুবিধা।
  • দীর্ঘ মেয়াদী ঋণ এবং ইকুইটি মূলধন যোগান।

আইপিও / রাইটস শেয়ার এর আবেদন এর দ্রুত প্রক্রিয়াকরণের সফল সমাপ্তির জন্য আন্ডাররাইটিং সেবা প্রদান ।

এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচিতি (এবিআইএল )


ফোন : +৮৮-০২-৪৭১১৮৯৩৭, +৮৮-০২-৯৫৮৬১৬৯, +৮৮-০২-৯৫১৫৭১৬ এক্সটেনশন : ১০৭

ফ্যাক্স : +৮৮-০২-৯৫৮৬১২৬

ইমেইল : sashraful@abbl.com


ফোন : +৮৮-০২-৪৭১১৮৯৩৭, +৮৮-০২-৯৫৮৬১৬৯, +৮৮-০২-৯৫১৫৭১৬ এক্সটেনশন : ১২৯

ফ্যাক্স : +৮৮-০২-৯৫৮৬১২৬

ইমেইল : kpaul@abbl.com

ডব্লিউ ডব্লিউ টাওয়ার (লেভেল -৭), ৬৮ মতিঝিল সি/এ, ঢাকা ১০০০

ফোন : +৮৮-০২-৪৭১১৮৯৩৭, +৮৮-০২-৯৫৮৬১৬৯, +৮৮-০২-৯৫১৫৭১৬ এক্সটেনশন : ১২২

ইমেইল :hrahman@abbl.com

ফোন : +৮৮-০২-৪৭১১৮৯৩৭, +৮৮-০২-৯৫৮৬১৬৯, +৮৮-০২-৯৫১৫৭১৬ এক্সটেনশন : ১০০

ইমেইল :mahedi@abbl.com

আগ্রাবাদ সেন্টার (৩য় তলা), ২৪৭০/এ শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ , চট্টগ্রাম

ফোন : ০৩১-২৫১২৭৯৫, ২৫১২৭৯৬, ২৫১২৭৯০-৯১ এক্সটেনশন : ১১০

ফ্যাক্স : ৮৮-০৩১-২৫১২৭৯৪

ইমেইল :jamshed@abbl.com

ফিরোজ সেন্টার (লেভেল -৪), ৮৯১/ক চৌহাট্টা ,সিলেট -৩১০০

ফোন : +৮৮-০৮২১-৭১৩৪৭৮,পিএবক্স : +৮৮-০৮২১-২৮৩২৭৭৮ এক্সটেনশন :০

ফ্যাক্স : ৮৮-০৮২১-২৮৩২৭৮০

ইমেইল :absalam@abbl.com

চিঠি পাঠানোর ঠিকানা

ডব্লিউ ডব্লিউ টাওয়ার (লেভেল -৭), ৬৮ মতিঝিল সি/এ, ঢাকা ১০০০

ফোন : +৮৮-০২-৪৭১১৮৯৩৭, +৮৮-০২-৯৫৮৬১৬৯, +৮৮-০২-৯৫১৬৭১৬,

ফ্যাক্স : ৮৮-০২-৯৫৮৬১২৬

ইমেইল :abil@abbl.com