কোর ম্যানেজমেন্ট কমিটি

তারিক আফজাল

Tarique Afzalতারিক আফজাল

ম্যানেজিং ডিরেক্টর

জনাব তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – কর্পোরেট অ্যাফেয়ার্স, আইনী ও নিয়ন্ত্রক বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ৮ই জুলাই ২০১৯ তারিখে তিনি প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর পদে মনোনীত হন।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সোনালী পোলারিস ফাইন্যান্সিয়াল টেকনোলজি লিমিটেডের (সোনালী ব্যাংক ও পোলারিস, ভারতের যৌথ উদ্যোগ) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

জনাব তারিক আফজাল নিজস্ব অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বলে বৈদেশিক কর্মক্ষেত্রেও সফল ছিলেন। ১৯৮০ এর দশকের শেষদিকে লন্ডনে, কানাডার ক্রেডিট ইউনিয়নে এবং পরবর্তীতে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি ব্যাংক আলফালাহ ও ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন এবং ডান এন্ড ব্র্যাডস্ট্রীট রেটিং এজেন্সি, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তাঁর প্রধান যোগ্যতার মধ্যে রয়েছে নতুন ব্যবসা প্রেক্ষাপট তৈরি, পরিচালন কার্যকারিতার উৎকর্ষ সাধন, কর্মীদক্ষতা উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমূহের সাথে সম্পর্ক জোরদার করা।

সৈয়দ মিজানুর রহমান

mizanur-rahmanসৈয়দ মিজানুর রহমান, এএমডি

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

জনাব সৈয়দ মিজানুর রহমান আগস্ট ১৩, ২০২৪ তারিখে এবি ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পান।
জনাব রহমান ২০১১ সালের মার্চে এবি ব্যাংকে যোগদান করেন। এএমডি হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে ২০২২ সালের জুন মাস থেকে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ২৭ বছরের বেশি সময় ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমানের নেতৃত্বে এবি ব্যাংকে রিটেইল ব্যাংকিং ডিভিশন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, বিজনেস ডেভলপমেন্ট ইউনিটসহ শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রতিষ্ঠিত হয়েছে।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।

সময়ের পরিক্রমায় জনাব রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।

রিয়াজুল ইসলাম

reazul-islamরিয়াজুল ইসলাম, এএমডি

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

জনাব রিয়াজুল ইসলাম আগস্ট ১৫, ২০২৪ তারিখে এবি ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেন।
দক্ষ নেতৃত্বের গুণাবলীসম্পন্ন জনাব ইসলামের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, ব্যাংকিং ও পেশাদার পরিষেবা প্রদানে দীর্ঘ ২৯ বছরেরও বেশি সময় অভিজ্ঞতা রয়েছে।

জনাব ইসলাম ভিপি ও হেড অব আইটি হিসেবে ২০০৬ সালের জানুয়ারিতে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে তিনি পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ ব্যাংকের ডিএমডি হিসেবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন। এরপর বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি স্বতন্ত্র আইটি পরামর্শক হিসেবে কাজ করেন।

জনাব ইসলাম সাউদার্ন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৭ সালে বিএসসি সম্পন্ন করেন এবং আমেরিকান গ্রাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট (থান্ডারবার্ড), অ্যারিজোনা হতে ১৯৯৯ সালে ব্যবসায় সার্টিফিকেশন অর্জন করেন।

তাইসির রহমান সিদ্দিকী

Tayseer Rahman Siddiqui
তাইসির রহমান সিদ্দিকী,ডিএমডি

উপব্যবস্থাপনা পরিচালক

জনাব তাইসির রহমান সিদ্দিকী আগস্ট ১৩, ২০২৪ তারিখে এবি ব্যাংক পিএলসি.- এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।

জনাব রহমান ১৯৯৪ সালে ৭ম ব্যাচ প্রবেশনারি অফিসার হিসেবে এবি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পদোন্নতির পূর্বে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এবিআইএফএল), হংকং-এ সিইও পদে দুই মেয়াদের জন্য কর্তব্যরত ছিলেন।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে কোর ব্যাংকিং এর সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি কাজ করেছেন।

জনাব রহমান জেনারেল ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কমার্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশ ও দেশের বাইরে নিজের পেশাগত দক্ষতাকে আরও এগিয়ে নিতে সমসাময়িক ব্যাংকিং পরিষেবা বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

জনাব রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ব্যক্তিজীবনে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ব্যাংকে যোগদানের পূর্বে তিনি দীর্ঘ সময় ঢাকা ও চট্টগ্রাম প্রিমিয়ার লিগে পেশাদার ক্রিকেটার ছিলেন।

এ.কে.এম কামাল উদ্দিন

Mahadev Sarker Sumonএ.কে.এম কামাল উদ্দিন, এসইভিপি

স্যাম এবং রিকভারী প্রধান

জনাব এ.কে.এম কামাল উদ্দিন ২১ শে জুন, ২০২১ইং সালে এসইভিপি হিসেবে এবি ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন এবং যোগদানের তারিখ থেকে স্যাম এবং রিকভারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনাব কামাল উদ্দিন ১৯৮৯ সালে জনতা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকে শাখা প্রধান সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনাব কামাল উদ্দিন ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এনআরবি ব্যাংকের কর্পোরেট প্রধান হিসেবে কর্পোরেট এ্যাসেট, কর্পোরেট লায়বিলিটি, ইনভেস্টমেন্ট বিভাগ ও বৈদেশিক বানিজ্য বিভাগের দায়িত্ব পালন করেন। জনাব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে ভারত, ইন্দোনিশায়, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যাংকিং প্রশিক্ষণ গ্রহন করেন।

জেড এম বাবর খান

এম. এন. আজিমজেড এম বাবর খান, এসইভিপি

হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট

জনাব জেড এম বাবর খান ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এবি ব্যাংক লিমিটেড-এ যোগদান করেন। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব নেয়ার পূর্বে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তিনি তাঁর কর্মজীবনের ৩০ বছর অতিবাহিত করেন।

জনাব খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ (ব্যবস্থাপনা) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যাংকিং পেশাজীবনকে আরও সমৃদ্ধ করতে তিনি জার্মানি, জাপান, হংকং, সিঙ্গাপুর, মালয়শিয়া এবং ভারতসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষন, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এছাড়া, রিলেশনশিপ ব্যাংকিং, ক্রেডিট এবং অন্যান্য কোর ব্যাংকিং ক্ষেত্রেগুলোতে তিনি বিস্তর জ্ঞানের অধিকারী।

গোলাম মাহমুদ রিজভী

ইফতেখার এনাম আওয়ালগোলাম মাহমুদ রিজভী, এসইভিপি

হেড অব এডমিনিস্ট্রেশন

জনাব গোলাম মাহমুদ রিজভী ৩রা নভেম্বর, ১৯৮৭ সালে এবি ব্যাংক -এ যোগদান করেন। একজন দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংকের অপারেশন, ক্রেডিটসহ ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর ৩৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

এবি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তিনি সিলেট অঞ্চলের বিভিন্ন শাখায় এবং আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে ১৯ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার হিসেবে সিলেট অঞ্চলে ১১ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন।

পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে জেনারেল সার্ভিসেস, সিকিউরিটি এন্ড প্রকিউরমেন্ট; স্পেসাল টাস্ক ফোর্স এবং স্পেসাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের হেড অব এডমিনিস্ট্রেশন হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘ পেশাগত জীবনে জনাব রিজভী দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে জনাব রিজভী জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে ইউনাইটেড লাইনার্স এজেন্সি লিমিটেড নামক একটি স্ক্যান্ডেনেভিয়া ভিত্তিক শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

জনাব রিজভী ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এম.কম ও বি.কম সম্পন্ন করেন।