হারানো চেক বই

আমি যদি আমার চেক বই হারিয়ে ফেলি তাহলে কী করব?

চেক বই হারিয়ে ফেললে, একাউন্টের মালিককে সাথে সাথে ব্যাংকে একটি নির্ধারিত ফর্মে তথ্যাদি পূরণ পূর্বক আবেদনপত্র জমা দিতে হবে। সাথে স্থানীয় পুলিশ স্টেশনে তাঁর চেক বই হারানোর ব্যাপারে করা জিডির কপি জমা দিতে হবে। আবেদনকারী গ্রাহককে নির্ধারিত ফর্মে চেক বই হারানো বিষয়ে একটি অঙ্গীকারনামা এ স্বাক্ষর করতে হবে। একাউন্টের মালিককে নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের নিকটে আবেদন করতে হবে।