এবি ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হি্সেবে কুষ্টিয়ায় “স্কুল ব্যাংকিং কনফারেন্স” আয়োজন করে। জনাব এ এফ এম শাহিনুল ইসলাম, জেনারাল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী আফিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবি ব্যাংকের রিটেইল ও এজেন্ট ব্যাংকিং প্রধান জনাব সৈয়দ মিজানুর রহমান উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করেন। জেলার ৩৪ টি স্কুলের ছাত্র, শিক্ষকসহ বাংলাদেশ ব্যাংকের হেড অফিসের ও কুষ্টিয়ার সকল তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় সম্পর্কে সচেনতা সৃষ্টি করা ও দেশের অর্থনীতিতে সঞ্চয়ে্র অবদান তুলে ধরা।