এবি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি. এর উত্তরবঙ্গের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেশনটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান, জনাব মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল।
উক্ত সেশনে উত্তরবঙ্গের শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এসময় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।