এবি ব্যাংকের ইফতার মাহফিল

দেশের প্রথম বেসরকারি ব্যাংক – এবি ব্যাংক পিএলসি. দেশের মিডিয়া কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। নির্ভীক সাংবাদিকতায় মিডিয়া কর্মীদের বলিষ্ঠ ভুমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ইফতার মাহফিলের আয়োজন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মিডিয়া সংশ্লিষ্ট কর্মীবৃন্দের পাশাপাশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাংবাদিকদের বলিষ্ঠ মতামত ও রিপোর্ট সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে। গণমাধ্যমের এই দায়িত্ব পালনে সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ উপস্থাপনার প্রশংসা করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান।