এবি ব্যাংক a2i এর মাধ্যমে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারিত করছে
এবি ব্যাংক a2i এর মাধ্যমে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারিত করছে
অন্তর্ভুক্তিকরণ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে (ইউডিসি) এজেন্ট ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে এবি ব্যাংক লিমিটেড এবং এই প্রেক্ষিতে সরকারের (a2i) এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায়, প্রান্তিক ও বঞ্চিতদের জন্য ব্যাংকিং সেবা চালু করতে স্থানীয় সরকারের পল্লী ও নগর ডিজিটাল কেন্দ্রগুলো এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংকে সহযোগিতা করবে।
৩রা জুন, ২০২১-এ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), (a2i) প্রোগ্রাম, ডাঃ মোঃ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় হেড অফ রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং জনাব সৈয়দ মিজানুর রহমান, (a2i) প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ তহুরুল হাসান এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।