মুদারাবাহ পেনশন ডিপোজিট

আবেদন করুন

মুদারাবাহ্ পেনসন জমা স্কীম (এম পি ডি এস) হিসাব

কর্ম জীবনে পরিকল্পিত সঞ্চয় অবসর জীবনে আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি এনে দেয়। যারা বর্তমানে কাজ-কর্ম, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য পেশায় নিয়োজিত থেকে সীমিত আয়-উপার্জন করছেন, তাদের অনেকেই অবসর জীবনে আর্থিক সংকটে ভোগেন। এই সব মানুষের জীবনে হাসি আনার লক্ষ্যে এবি ইসলামী ব্যাংকিং শাখা মুদারাবাহ্ পেনসন জমা হিসাব (এম পি ডি এস) প্রকল্প চালু করেছে। এতে মাসিক ভিত্তিতে জমা গ্রহণ করা হয় এবং বাৎসরিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়।

মূল বৈশিষ্ট্যসমূহ

  • যে কোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারেন
  • অপ্রাপ্তবয়স্কদের নামেও এই হিসাব খোলা যায়
  • একই নামে এক অথবা একের অধিক হিসাব খোলা যায়
  • অনিবাসী বাংলাদেশীরাও এই হিসাব খুলতে পারেন
  • জমার মেয়াদ ৩, ৫, ৮, ১০, ১২ ও ১৫ বছর
  • মাসিক জমার পরিমাণ ৫০০/- টাকা বা তার গুণিতক যেমন, ১,০০০/- টাকা, ১,৫০০/- টাকা, ২,০০০/- টাকা———————–১০,০০০/- টাকা, ১৫,০০০/- টাকা ইত্যাদি
  • উচ্চ ওয়েটেজ বিবেচনা করে মুনাফা প্রদান করা হয়
  • মেয়াদান্তে মুনাফাসহ মোট টাকা এক সাথে উঠানো যায় অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য কিস্তি ভিত্তিক মুনাফা গ্রহণ করা যায়।

আপনার সাথে যোগাযোগের জন্য নিন্মের তথ্যাদি প্রদান করুন






    captcha