ক্যাশ লিঙ্ক বাংলাদেশ লিমিটেড (সিবিএল) এবি ব্যাংক পিএলসি. এর একটি সহায়ক প্রতিষ্টান। সিবিএল নিম্নলিখিত উদ্দেশ্য এবি ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্টান হিসাবে ২৪ শে সেপ্টেম্বর ২০০৮ সংঘবদ্ধ হয় :
সিবিএল এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এটিএম এবং পিওএস নেটওয়ার্কের পরিণত হওয়া। বর্তমানে সিবিএল দেশব্যপী এবি ব্যাংকের ২৭০ টির ও বেশি এটিএম এবং পিওএস মাধ্যমে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সুবিধা সহ সেবা দিয়ে যাচ্চে ।
আরব বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশন (এবিবিএফ) ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন জনসেবা মূলক কাজের সহায়ক একটি প্ল্যাটফর্ম। এককালে , এবিবিএফ এসইসি থেকে পৃথক লাইসেন্সের অধীনে ব্রোকারেজ সেবা প্রদান করত। তবে পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দিষ্ট নির্দেশনার কারণে ফাউন্ডেশনের ব্রোকারেজ লাইসেন্স আত্মসমর্পণ করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদ এটির বর্তমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে এটিকে সোসাইটিজ অ্যাক্ট এর অনুযায়ী একটি জনহিতৈষী কাজের ধারা বহন করতে সক্ষম সত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।
ঠিকানা : দি স্কাইমার্ক, ১৮ গুলশান এভিনিউ , গুলশান -১, ঢাকা -১২১২, বাংলাদেশ
ফোন: ৮৮-০৯৬৭৮৫৫৫০০০, ফ্যাক্স: ৮৮০-২-৫৮৮১৪২৮৮, ইমেইল : info@abbl.com, সুইফট: ABBLBDDH