আমি আমার একাউন্ট কিভাবে বন্ধ করতে পারবো?
- যে শাখায় আপনি একাউন্ট (গুলি) খুলেছেন সেখানে একটি লিখিত নোটিশ / আবেদন প্রদানের মাধ্যমে অথবা একাউন্ট (গুলি) বন্ধ করা ফরম পূরণ পূর্বক সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার মাধ্যমে আপনি একাউন্ট (গুলি) বন্ধ করতে পারবেন।
- একাউন্ট বন্ধ করার সময় ব্যাংক আপনার একাউন্টে স্থিতি (যদি থাকে) ও প্রদেয় সুদ প্রদান করবে । প্রয়োজনীয় চার্জ এবং সরকারের কর্তৃক আরোপিত কর কর্তনের পর একাউন্ট (গুলি) বন্ধ করা হবে। অব্যবহৃত চেক বই / চেকের পাতা, ডেবিট কার্ড ও অন্যান্য সামগ্রী দলিলপত্রাদি (যদি থাকে) সংশ্লিষ্ঠ ব্যাংক কর্তৃপক্ষের নিকট প্রদানের মাধ্যমে একাউন্ট বন্ধ করতে হবে। উপরোক্ত কাগজপত্র বা উপকরণের কোনটি হারিয়ে অথবা স্থানচ্যুতি হয়, তাহলে এ সংক্রান্ত জিডি এর কপি সহ আবেদন করতে হবে।