এবি ব্যাংক
মাসিক সঞ্চয়ী স্কীম

আবেদন করুন

মাসিক সঞ্চয়ী স্কীম

বৈশিষ্ট্যসমূহ
  • নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে পরিচালিত মাসিক সঞ্চয় প্রকল্প। (সরকারি কর ও আবগারি শুল্ক প্রযোজ্য)
  • মাসিক কিস্তি ন্যূনতম ৫০০ টাকা বা এর গুণিতক
  • ১ থেকে ২০ বছরের মধ্যে যেকোনো বছরের জন্য খোলা যেতে পারে
  • ৬ মাস পর পর অর্থাৎ বছরে ২ বার ইন্টারেস্ট প্রয়োগ হবে
  • ডিপোজিটের সর্বোচ্চ ৯০% পর্যন্ত লিমিটের ক্রেডিট কার্ড নেয়া যাবে (লিমিট ২০ লক্ষ টাকা পর্যন্ত)
  • ডিপোজিটের সর্বোচ্চ ৯০% পর্যন্ত SOD (Secured Overdraft) নেয়া যাবে । (ন্যূনতম ঋণের পরিমাণ টাকা ১৫,০০০)
সরকার কর্তৃক কর এবং আবগারি শুল্ক
  • সরকারি উৎসে কর ও আবগারি শুল্ক প্রতি বছরের শেষে প্রযোজ্য হবে
  • ট্যাক্স রিটার্ন রসিদ জমা দেওয়ার দিন থেকে আয়করের হার প্রযোজ্য হবে
অ্যাকাউন্টে জমা দেওয়ার নিয়ম
  • হিসাব খোলার সময় প্রথম কিস্তি অগ্রিম জমা দিতে হবে । পরবর্তী কিস্তি (স্ট্যান্ডিং অর্ডার/সরাসরি ডিপোজিটের মাধ্যমে) দ্বিতীয় মাস থেকে শুরু হবে
  • মাসের যেকোনো দিনে হিসাব খোলা যাবে, পরবর্তী কিস্তিগুলো একই তারিখে জমা দিতে হবে। ৭ দিনের গ্রেস পিরিয়ড থাকবে, এর পরে কিস্তির পরিমানের উপর ৫% অতিরিক্ত চার্জ (জরিমানা) দিতে হবে
  • জরিমানা সময়মতো জমা না দিলে, ম্যাচুরিটির পরিমাণ কম বা ভিন্ন হতে পারে
  • গ্রাহক যদি কিস্তি অগ্রিম প্রদান করেন বা নির্ধারিত পরিমাণের চেয়ে কম প্রদান করেন, তবে ম্যাচুরিটির পরিমাণ পরিবর্তিত হতে পারে। গ্রাহক নির্ধারিত কিস্তির চেয়ে বেশি বা অতিরিক্ত অর্থ প্রদান করলে ম্যাচুরিটির পরিমাণ প্রতিশ্রুত পরিমাণ অতিক্রম করবে না, তবে অতিরিক্ত প্রদান করা প্রিন্সিপালের পরিমাণ (প্রযোজ্য কর, শুল্ক ইত্যাদি কেটে) ফেরত দেওয়া হবে।
প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট নীতিমালা
  • ১ বছর পূর্ণ হওয়ার পর এনক্যাশমেন্টের ক্ষেত্রে:
    • সর্বমোট মূল আমানত এবং সর্বশেষ মেয়াদ পর্যন্ত হিসাবকৃত মুনাফা
    • পূর্ণ মেয়াদের অতিরিক্ত যে মাস থাকবে, সেই ভাংতি মাসের জন্য সাধারণ সেভিংস ডিপোজিট হারের ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে
  • ১ বছর পূর্ণ হওয়ার আগেই এনক্যাশমেন্টের ক্ষেত্রে:
    • সর্বমোট মূল আমানত এবং সাধারণ সেভিংস ডিপোজিট হারের ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে
    • আমানতের মেয়াদ ৬ মাস পূর্ণ না হলে, কোনো মুনাফা প্রদান করা হবে না
নিয়মিত কিস্তি পরিশোধে ব্যর্থ হলে
  • ৩ মাস ধারাবাহিকভাবে কিস্তি না দিলে হিসাব বন্ধ হয়ে যাবে। তখন প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট নিয়ম অনুযায়ী মুনাফার হার প্রযোজ্য হবে
  • নির্ধারিত কিস্তি পরিমাণ জমা না দিয়ে মেয়াদ শেষ হলে, তখনও প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট নিয়ম অনুযায়ী মুনাফার হার প্রযোজ্য হবে

আপনার সাথে যোগাযোগের জন্য নিন্মের তথ্যাদি প্রদান করুন

    captcha