এবি ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আর্ত মানবতার সেবায় এবি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারিক আফজাল এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি জনাব কে.এম.মহিউদ্দিন আহমেদ এবং জনাব আমিনুর রহমান।

এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তুহিন দাস টিটো ও বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবারক হোসেন।

দিনব্যাপী এ কর্মসূচি শেষে রক্তদাতাগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।