ম্যানেজেরিয়াল ইফিসিয়েঞ্ছি এবং বিজনেস কমিউনিকেশনস” ট্রেনিং


এবি ব্যাংক ট্রেনিং একাডেমী ঢাকা অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারদের নিয়ে “ম্যানেজেরিয়াল ইফিসিয়েঞ্ছি এবং বিজনেস কমিউনিকেশনস” ট্রেনিং আয়োজন করে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসিয়া আই. মুতাসিম ট্রেনিংটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।