এবি ব্যাংক
লক্ষ্য ও উদ্দেশ্য

AB Bank Vision & Mission

লক্ষ্য

“শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষতার সঙ্গে উদ্ভাবনী ব্যাংকিং এ নতুন ধারা সৃষ্টি করা”

উদ্দেশ্য

“দেশের সেরা পারদর্শী ব্যাংকে পরিণত হওয়া”

প্রধান মূল্যবোধ

আমাদের প্রতিপালন

আমরা গ্রাহকগণকে কর্পোরেট সততার সাথে সর্বোত্তম আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে জাতীয় নীতিমালা ও উদ্দেশ্যের প্রতি আনুগত্যকে একটি অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি, যার অর্থ, আর্থ-সামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট একটি সম্পূর্ণ প্রতিপালনকারী ব্যাংক।

আমাদের গ্রাহকগণ

আমরা আমাদের গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি এবং অবিরাম প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকের পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করি।

আমাদের অংশীদারগণ

আমরা আমাদের অংশীদারগণের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা নিশ্চিত করি প্রতিশ্রুতিবদ্ধ দূরদর্শী কর্মক্ষমতার মাধ্যমে।

আমাদের দলের সদস্য

এবি ব্যাংকের সাফল্যে প্রতিটি ব্যক্তির অবদান নিশ্চিত করার নিমিত্তে আমরা নিরাপদ ও সন্তোষজনক কর্মসংস্থানের ব্যবস্থা করি।