মানব জীবন ক্ষণস্থায়ী। ইহা খুবই সংক্ষিপ্ত সময়ের। এরপর একটি জীবন শুরু হবে যা অসীম। আমরা সাধারণত: এই বস্তুবাদী জীবনের কল্যাণের জন্য নিজেদেরকে ব্যস্ত রাখি আর পরকালীন জীবনের কথা ভুলে যাই। পরকালীন জীবনের নিশ্চিত কল্যাণ লাভের পন্থা হচ্ছে আল্লাহ্র পথে অর্থ ব্যয় করা। পবিত্র ক্বুরআনে মহান আল্লাহ্ বলেন, ‘মৃত্যু আসার পূর্বেই আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তা থেকে ব্যয় কর।’ মুদারাবাহ্ ক্যাশ ওয়াক্বফ জমা (এম সি ডব্লিউ ডি) হিসাব সাদাকায়ে জারীয়াহ্ বা পরকালীণ জীবনে স্থায়ী কল্যাণ লাভের এক সুবর্ণ সুযোগ। এই হিসাবে জমাকৃত অর্থ স্থায়ী দান রূপে গণ্য হয়; যা আর উত্তোলন করা যায় না। জমাকৃত অর্থের উপর প্রদত্ত মুনাফা জমাকারীর নির্দেশনা মোতাবেক সমাজকল্যাণ, ইসলামী শিক্ষা, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য পরিসেবা- ইত্যাদি খাতে ব্যয় করা হয়।