এবি স্বাচ্ছন্দ্য একটি কারেন্ট অ্যাকাউন্ট যাতে ডিপোজিটের উপর স্ল্যাব-ভিত্তিক ইন্টারেস্ট পাওয়া যায় অর্থাৎ যত বেশি জমা তত বেশি ইন্টারেস্ট । এছাড়া যেকোনো স্যালারি অ্যাকাউন্টহোল্ডারের জন্য রয়েছে স্বল্প ইন্টারেস্টে ওভারড্রাফট সুবিধা ।
বৈশিষ্ট্য
১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক একক অথবা যৌথ নামে অ্যাকাউন্ট খুলতে পারবে
অ্যাকাউন্ট খোলার জন্য প্রাথমিক জমা – ন্যূনতম ১,০০০ টাকা
ইন্টারেস্টের জন্য ব্যালেন্স – ন্যূনতম ২৫,০০০ টাকা
ন্যূনতম ব্যালেন্স ২৫,০০০ টাকা থেকেই স্ল্যাব-ভিত্তিক আকর্ষণীয় ইন্টারেস্ট
যত বেশি জমা তত বেশি ইন্টারেস্ট
দৈনিক স্থিতির উপর ত্রৈমাসিক ভিত্তিতে ইন্টারেস্ট প্রদান
বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সেবা
অন্যান্য বৈশিষ্ট্য
ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড
ডেবিট কার্ড এবং এসএমএস সার্ভিস ১ম বছর ফ্রি (প্রাথমিক জমা ২৫,০০০ টাকা সাপেক্ষে)
এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ ২ লক্ষ টাকা উত্তোলন
ওভারড্রাফট সুবিধা
যোগ্যতা : যেকোনো স্যালারি অ্যাকাউন্টহোল্ডারের জন্য (ব্যাংকার, সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, এনবিএফআই, স্থানীয় কর্পোরেট সংস্থা, বহুজাতিক কোম্পানি, এনজিও, এয়ারলাইন্স, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ, আন্তর্জাতিক সাহায্য সংস্থা, টেলিযোগাযোগ কোম্পানি, আরএমজি এবং জাতিসংঘ সংস্থা, ইত্যাদিতে কর্মরত)
জামানত : প্রযোজ্য নয়
সর্বোচ্চ লিমিট : মাসিক নিট বেতনের ৬০% (সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত)
ইন্টারেস্ট রেট : ১৩% (ত্রৈ-মাসিক ভিত্তিতে প্রযোজ্য)
মেয়াদ : সর্বোচ্চ ১ বছর (নবায়নযোগ্য)
ওভারড্রাফটের শর্ত
মাসিক ন্যূনতম নিট বেতন ২০ হাজার টাকা
ন্যূনতম তিন মাসের স্যালারি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট
*অন্যান্য শর্তাবলী প্রযোজ্য
উৎসে কর ও আবগারি শুল্ক
সরকারি উৎসে কর প্রযোজ্য ও আবগারি শুল্ক প্রতি বছরের শেষে প্রযোজ্য হবে
ট্যাক্স রিটার্ন রসিদ জমা দেওয়ার দিন থেকে আয়করের হার প্রযোজ্য হবে