দিনাজপুরে ৫০০০-এর অধিক প্রান্তিক কৃষকদের ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন জাতীয় সংসদের হুইপ

“৪০০ ইউনিয়নে কৃষকের প্রতীক্ষার অবসান- অব্যাহত আমাদের এই পথচলা, আসুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাকে স্থায়ী করি, অপশক্তি ও সন্ত্রাসকে না বলি।”
-তারিক আফজাল,
প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক
এবি ব্যাংক লিমিটেড দিনাজপুর জেলার সদর উপজেলার ৫০০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান প্রাঙ্গণে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ), দিনাজপুর, জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুর, জনাব মোঃ নূরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর, জনাব ইমদাদ সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ রমিজ আলম, উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর সদর, দিনাজপুর এবং অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সরকার, সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।