এবি ব্যাংক ৩৪তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

এবি ব্যাংক ৩৪তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ১৬ই জানুয়ারি, ২০২৬ তারিখে বিপুল উৎসাহ আর উৎসবমুখর পরিবেশে ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২০০ এর অধিক গলফার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহিম, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।