এবি ব্যাংক ও সিএনএসের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিআরটিএ’র নিবন্ধিত সব ধরনের যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, নম্বর প্লেট ফিসহ বিআরটিএ’র সব ধরনের ফি এবি ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে।

সিএনএসের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ এবং সিএনএসের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মো. জিয়াউল আহসান সারোয়ার। এসময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।