এবি নারী উদ্যোক্তাদের সহজ ঋণ – সমৃদ্ধির এক নতুন মাত্রা “স্মরণে বঙ্গবন্ধু”

‘তোমার স্বপ্নে পথ চলি আজ প্রেরণায় মহীয়ান’
-তারিক আফজাল,
প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী স্মরণে এবি ব্যাংক নিয়ে এলো নারী উদ্যোক্তা সহজ ঋণ। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এবি ব্যাংক লিমিটেড ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ ইজাহার খান, এমপি, জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. শাম্মী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব লাকী ইনাম, প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, জনাব খ ম হারূন, উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং জনাব লিয়াকত সিকদার, উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

এসময় আরও উপস্থিত ছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাগণসহ এবি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যগণ।