সম্প্রতি এবি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির(আই ইউ টি) “উডেন ফ্লোর জিমনেসিয়াম” তৈরিতে আর্থিক সহায়তা প্রদান করে। ব্যাংকের উপ – ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজ্জাদ হুসাইন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) জনাব ওমার জাহ কে এই উপলক্ষে একটি চেক হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ – ব্যবস্থাপনা পরিচালক শামসিয়া আই মুতাসিম, আই ইউ টির নিয়ন্ত্রক জানব মারুফুল ইসলাম ভূঁইয়া ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।