মুদারাবাহ্ বিবাহ সঞ্চয় জমা (এমএম এস ডি) হিসাব

আবেদন করুন

মুদারাবাহ্ বিবাহ সঞ্চয় জমা (এমএম এস ডি) হিসাব

বিবাহ প্রাপ্তবয়স্ক মুসলমানদের একটি ব্যয়বহুল সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। এতে পুরুষ (বর) কর্তৃক নববধুকে আবশ্যিকভাবে মোহর প্রদান করতে হয়। ইসলাম মুসলমানদের বিবাহ করতে উৎসাহিত করে। কিন্তু বিবাহ সংশ্লিষ্ট বিশাল খরচ-এর কারনে যুবকরা বিবাহে বিলম্ব করতে অথবা স্থায়ীভাবে স্থগিত করতে বাধ্য হয়। মুদারাবাহ্ বিবাহ সঞ্চয় জমা (এমএম এসডি) হিসাব এই প্রকট সমস্যার একটি সহজ সমাধান হতে পারে।

মূখ্য বৈশিষ্ট্যসমূহ

  • যে কোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারেন
  • মাতা-পিতা / অভিভাবকগণ অপ্রাপ্তবয়স্কদের পক্ষে এই হিসাব খুলতে পারেন।
  • জমার মেয়াদ ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ বছর
  • মাসিক জমার পরিমাণ ৫০০/- টাকা বা তার গুণিতক যেমন, ১,০০০/- টাকা, ১,৫০০/- টাকা, ২,০০০/- টাকা———-১০,০০০/- টাকা, ১৫,০০০/- টাকা, ২০,০০০/- টাকা ইত্যাদি।
  • উচ্চ ওয়েটেজ বিবেচনা করে মুনাফা প্রদান করা হয়
  • মেয়াদান্তে মুনাফাসহ মোট টাকা এক সাথে উঠানো যায়।

আপনার সাথে যোগাযোগের জন্য নিন্মের তথ্যাদি প্রদান করুন






    captcha