ক্যাশ লিঙ্ক বাংলাদেশ লিমিটেড (সিবিএল) এবি ব্যাংক লিমিটেড এর একটি সহায়ক প্রতিষ্টান। সিবিএল নিম্নলিখিত উদ্দেশ্য এবি ব্যাংক লিমিটেডের সহায়ক প্রতিষ্টান হিসাবে ২৪ শে সেপ্টেম্বর ২০০৮ সংঘবদ্ধ হয় :
- ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক আর্থিক পেমেন্ট প্রদানের ব্যবসা পরিচালনা করা
- বাংলাদেশে লেনদেনের প্রক্রিয়া সমাধান করার জন্য সমন্বয় এবং স্বনির্ভর ব্র্যান্ডেড অটোমেটেড টেলার মেশিন (এটিএম) উন্নয়ন।
- ইএফটি / পিওএস এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সহজতর করা এবং প্রি পেইড কার্ড সরবরাহ , ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড প্রক্রিয়াকরণ সেবা সহজতর করা।
- ব্যাংকগুলোকে ই-কমার্স সুবিধা প্রদান করা।
সিবিএল এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এটিএম এবং পিওএস নেটওয়ার্কের পরিণত হওয়া। বর্তমানে সিবিএল দেশব্যপী এবি ব্যাংকের ২৭০ টির ও বেশি এটিএম এবং পিওএস মাধ্যমে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সুবিধা সহ সেবা দিয়ে যাচ্চে ।