টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ১৫০০-এর অধিক প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

“নির্ভীক ও আদর্শ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায়
-ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী”
-তারিক আফজাল,
প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লিমিটেড

এবি ব্যাংক লিমিটেড টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।
টাঙ্গাইলের মধুপুর মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল, জনাব মোঃ ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব মোঃ হারুনার রশিদ, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান, জনাব শামীমা ইয়াসমীন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ সিদ্দিক হোসেন খান, মেয়র, মধুপুর পৌরসভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।