মুদারাবাহ হজ্জ ডিপোজিট

আবেদন করুন

মুদারাবাহ্ হজ্জ জমা (এম এইচ ডি) হিসাব

হজ্জ ইলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। একজন সক্ষম মুসলমান নারী-পুরুষের জীবনে অন্তত এক বার পবিত্র হজ্জ পালন করা বাধ্যতামূলক। হজ্জ সম্পাদনের জন্য বড় অংকের অর্থের প্রয়োজন। সীমিত আয়ের মানুষের পক্ষে একবারে এত বড় অংকের অর্থের ব্যবস্থা করা খুবই কঠিন। আমাদের মুদারাবাহ্ হজ্জ ডিপোজিট (এম এইচ ডি) প্রকল্প তাদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করেছে। অত্র প্রকল্পের আওতায় আমানতকারী ১ থেকে ১৫ বছরের মধ্যে যে কোন মেয়াদে এই হিসাব খুলতে পারেন। মেয়াদান্তে হজ্জ সম্পাদনের প্রয়োজনীয় প্রাক্কলিত অর্থের পরিমাণ বিবেচনা করে জমার কিস্তির পরিমাণ নির্ধারণ করা হয়।

মূল বৈশিষ্ট্যসমূহ

  • যে কোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারেন
  • অপ্রাপ্তবয়স্কদের নামেও এই হিসাব খোলা যায়
  • একই নামে একের অধিক হিসাব খোলা যায়
  • অনিবাসী বাংলাদেশীরাও এই হিসাব খুলতে পারেন
  • জমার মেয়াদ ১ থেকে ১৫ বছর
  • মাসিক জমার পরিমাণ ৫০০/- টাকা বা এর গুণিতক (যা গ্রাহক নিজেই নির্ধারণ করবেন), যেমন- ১,০০০/- টাকা ১,৫০০/- টাকা, ২,০০০/- টাকা,———-১০,০০০/- টাকা, ১৫,০০০ /, ২০,০০০/- টাকা ——— ইত্যাদি।
  • উচ্চ ওয়েটেজ বিবেচনা করে মুনাফা প্রদান করা হয়
  • মেয়াদান্তে হজ্জ সম্পাদনের জন্য মুনাফাসহ মোট টাকা এক সাথে উঠানো যায়। যদি হিসাবের মোট টাকা হজ্জের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট না হয়, তা হলে গ্রাহক নিজ থেকে বাকী টাকার সংস্থান করবেন।

আপনার সাথে যোগাযোগের জন্য নিন্মের তথ্যাদি প্রদান করুন






    captcha